বিচারের দাবিতে ১৮ বছর পর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মা
বিনোদন ডেস্কঃ ছেলে হত্যার বিচারের দাবিতে ১৮ বছর পর মাঠে নামছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এ লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর সালমান শাহ’র ভক্তদের নিয়ে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে স্মরণ সভা ও সমাবেশের ডাক দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, ‘১৮ বছরেও সালমান শাহ হত্যা মামলাটির নিষ্পত্তি হয়নি। এসব কিছুর রহস্য উন্মোচন করতে হবে। আমরা প্রয়োজনে রিভিউ করবো। আমার ছেলে হত্যার বিচার চাই
‘সালমান শাহ স্মৃতি সংসদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে নীলা চৌধুরী সালমান শাহ হত্যার রহস্য নিয়ে কথা বলবেন। এছাড়া সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ‘সালমান শাহ স্মৃতি সংসদ’ সূত্রে জানা যায়, ওই সমাবেশে নীলা চৌধুরী ছাড়াও মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ শয়নকক্ষে সালমান শাহ’র মৃতদেহ পাওয়া যায়।
Posted in: বিনোদন