রিকশার নগরী হিসেবে গিনেজ বুকে বাংলাদেশ
ডেস্ক রিপোর্টঃ সবচেয়ে বেশি রিকশার নগরী হিসেবে গিনেজ বুকে নাম উঠেছে বাংলাদেশের ঢাকার।গিনেজ বুকে বলা হয়, বিশ্বের মধ্যে ঢাকাতেই তিন চাকার রিকশার পরিমাণ সবচেয়ে বেশি। দেড় কোটি লোকের এই শহরে প্রায় পাঁচ লাখ রিকশা রয়েছে
ঢাকাবাসী তাদের চলাফেরার জন্য যেসব যানবাহনের ওপর নির্ভর করে, তার প্রায় ৪০ শতাংশই রিকশা।২০১২ সাল নাগাদ হিসেবে বলা হয়, সবচেয়ে বেশি অটোরিকশা রয়েছে ভারতের মুম্বাইয়ে। এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার পর্যন্ত অটোরিকশা রয়েছে সেখানে। মুম্বাইবাসীর চলাফেলায় ৮৫ শতাংশই ব্যবহৃত হয় অটোরিকশা।
Posted in: বিশেষ সংবাদ