খালেদার বক্তব্য পুরোপুরি রাজনৈতিক: বদিউজ্জামান
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য পুরোপুরি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।রোববার সকালে দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খালেদাকে গঠনমূলক সমালোচনার পরামর্শ দিয়ে বদিউজ্জামান বলেন, তার (খালেদা জিয়া) এ ধরনের বক্তব্য পুরোপুরি রাজনৈতিক। দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করে না।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সম্প্রতি কিশোরগঞ্জের জনসভায় দুদককে ‘দায়মুক্তি কমিশন’ বলে আখ্যায়িত করেন।
খালেদা জিয়ার এ বক্তব্যর বিষয়ে সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ-মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের সমালোচনা করা ঠিক নয়।
তিনি বলেন, দুদক কাজ করছে। তাই, এত কথা হচ্ছে। আমরা সরকারদলীয় এমপিদের বিরুদ্ধেও মামলা দায়ের করেছি। বিগত কমিশনে যা দেখা যায়নি।
সরকারদলীয় সংসদ সদস্য এবং মহাজোট সরকারের সাবেক মন্ত্রীদের অবৈধ সম্পদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও মন্ত্রী-এমপির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কমিশনে মতানৈক্যের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, মতানৈক্য থাকতেই পারে। তবে তার (এমপি এনামুল হক) বিরুদ্ধে মামলা হবে কি হবে-না কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
গত ২১ নভেম্বর ছিল দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় রোববার বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দুদক।
এজন্য সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন করে, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান।
দুদক কমিশনার নাসির উদ্দিনসহ সংস্থাটির উচ্চ পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদকের কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন।