সাকিবের নতুন ধারার অনুশীলন
স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ক্রিকেট ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার উড়ন্ত পারফরম্যান্সের কারণেই জিতেছে টাইগাররা। সিরিজের বাকি ম্যাচগুলোতে একই ভাবে জ্বলে উঠতে আত্মবিশ্বাসী তিনি।রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সবার আগেই ব্যাট নিয়ে সরাসরি উইকেটে চলে যান সাকিব
উদ্দেশ্য, যে পিচে খেলা হবে সেটিকে ভালো করে পরখ করে নেয়া। তবে সবচেয়ে মজার বিষয় হলো- বল ছাড়াই বেশ কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে ব্যাট নিয়ে চার ছক্কার অনুশীলন ভঙ্গি করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।মূল উইকেটের দুই প্রান্তে ব্যাটিং নিয়ে সাকিবের নতুন ধারার অনুশীলন দেখে মনে হলো দ্বিতীয় ওয়ানডে আরো বেশি ভয়ংকরভাবে ঝলসে উঠতে সিরিয়াস তিনি। কেননা, এর আগে কখনোই বল ছাড়া এভাবে অনুশীলন করতে দেখা যায়নি সাকিবকে। এদিকে বাংলাদেশের সেরা ক্রিকেটার যখন অনুশীলন করছিলেন তখন চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে ছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটাররা।