গোপালগঞ্জে লালন সন্ধ্যা
ডেস্ক রিপোর্টঃ গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো লালন সন্ধ্যা। শুক্রবার রাতে সুকতাইল ইউনিয়ন পরিষদ স্থানীয় হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।সঙ্গীত সন্ধ্যায় ফরিদা পারভিনসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন
মুগ্ধ হয়ে এ গান শোনেন কয়েক হাজার লালন ভক্ত। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মাঠে জড়ো হন গোপালগঞ্জসহ আশপাশের লালন ভক্তরা।লালন সন্ধ্যার আগে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রাণালয়ের পরিচালক বিএম জামাল হোসেন, নজরুল গবেষক ও কবি রফিক সোলাইমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ডা. শেখ আজাহারুল ইমলাম চঞ্চল, চিন্তাবিদ ও গবেষক এম মোকলেছ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ।