লতিফকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ বিএনপি
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বেশকটি গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকে বিনা গ্রেফতারে বাইরে বেরিয়ে আসার সুযোগ দেয়ায় ক্ষুব্ধ বিএনপি।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেছেন,
বিরোধী দলের নেতাকর্মীদের বিনা গ্রেফতারি পরোয়ানায় গ্রেফতার করা হচ্ছে। আর একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত তথাকথিত সরকারের সাবেক মন্ত্রী সরকার ও পুলিশের ছত্রছায়ায় নিরাপদে চলে গেলো। এতে কী প্রমাণিত হয় না যে দেশে আইনের শাসন নেই।ইসলাম নিয়ে কটূক্তি করায় সম্প্রতি মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকী রোববার দেশে ফেরার পরও গ্রেফতার না হওয়ার এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।