আইএস’র পক্ষে যুদ্ধে ৬০ জার্মান নিহত
ইন্টারন্যাশনাল ডেস্কঃ আইএসের (ইসলামিক স্টেট) পক্ষে যুদ্ধে অংশ নিয়ে এ পর্যন্ত ৬০ জার্মান নাগরিক নিহত হয়েছে হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। খবর এএফপির।জার্মানীর সোনতাগ পত্রিকায় দেওয়া বক্তব্যে দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান হ্যান্স-জর্জ ম্যাসেন বলেন,
‘আইএসের পক্ষে যুদ্ধে প্রায় ৬০ জার্মান নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ জন আত্মঘাতী হামলাকারী রয়েছেন।’তিনি জানান, ইরাক ও সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধে ৫৫০ জার্মান অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৮০ জন দেশে ফিরে এসেছেন।গত অক্টোবরে আইএসে যোগদান ঠেকাতে নতুন নির্দেশনা জারি করে জার্মান সরকার। শুধু জার্মানীই নয়, পুরো ইউরোপজুড়ে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।