বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জামিন নিতে হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকী

জামিন নিতে হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকী 

নিজস্ব প্রতিবেদক : নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় জামিন নিতে হাইকোর্টে গেছেন প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাইকোর্টে যান।তার আইনজীবী নুরুল ইসলাম সুজন জানান, হুলিয়া মাথায় নিয়ে গতরাতে কলকাতা থেকে দেশে ফেরন লতিফ সিদ্দিকী। গ্রেফতার এড়াতে আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে হাজির হয়েছেন।  ১৮টি জেলায় ২২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে তার বিরুদ্ধে।latif

২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’ তিনি বলেন, ‘এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’ ধর্মীয় অনভূতিতে আঘাত হানার জন্য মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।

 

 

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone