লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে কাল হরতাল
নিজস্ব প্রতিবেদকঃ মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত ও সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়ার প্রস্তুতি পাকা করে ফেলেছে ইসলামী দলগুলো।বাংলাদেশ আহলে সুন্নত আল জামাত, হেফাজতে ইসলামসহ চট্টগ্রাম ভিত্তিক ইসলামী দলগুলোর নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, আজকের (সোমবার) মধ্যে ইসলাম ধর্মের অবমাননাকারী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে কাল মঙ্গলবার বন্দর নগরী চট্টগ্রামে হরতাল পালিত হবে। তবে হরতালে প্রস্তুতির কথা জানালেও তারা এখনো ঘোষণা দেয়নি।বিকালে ঘোষণা করা হতে পারে।
এর আগে রবিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র হজ, তাবলীগ জামায়াত এবং হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার দীর্ঘ ২ মাস পর কলকাতা থেকে রবিবার রাত পৌনে ৯ টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন তিনি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হলে প্রায় দেড় ডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত
হেফাজতের তাৎক্ষণিক বিবৃতিতে বলা হয়, আমরা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের উদ্দেশে বলতে চাই, তাকে সেখান থেকেই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ম অবমাননার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। ’
বিবৃতি আরও বলা হয়, ‘আল্লাহ, রাসূল ও ইসলামের এই প্রকাশ্য শত্রুকে নিয়ে যদি ইঁদুর বিড়াল খেলা হয় তাহলে দেশের নবীপ্রেমিক মুসলমানরা ঘরে বসে থাকবে না। তাকে কোনো কৌশলে বাঁচানোর চেষ্টা হলে হেফাজত ইসলাম শিগগিরই দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। হেফাজতের পক্ষ থেকে যখন যে কর্মসূচি ঘোষণা করা হয় তা পালনে সর্বস্তরের মুসলমানদের প্রস্তুত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’
এনডিএফের হরতালের ঘোষণা
এদিকে সদ্য গঠিত রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টও (এনডিএফ) শর্তসাপেক্ষে হরতালের ঘোষণা দিয়েছে।সোমবারের মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন ফ্রণ্টের নতুন চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু
নিলু বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি লতিফ সিদ্দিকী দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে সরকারকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যে অপরাধ তিনি করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে। লতিফ সিদ্দিকী রাতে হযরত শাহজালাল বিমান বন্দর হয়ে দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আমরা দাবি করেছি, বিমান বন্দর থেকেই তাকে গ্রেপ্তারি করতে হবে। সোমবারের মধ্যে যদি তাকে গ্রেপ্তারি করা না হয় তাহলে মঙ্গলবার সারাদেশে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।’
গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোট থেকে বহিষ্কৃত ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ১০টি ক্ষুদ্র ও ব্রাকেট বন্দী দলের সমন্বয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের(এনডিএফ)আত্মপ্রকাশ ঘটে। শেখ শওকত হোসেন নিলু জোটের চেয়ারম্যান এবং ২০ দলের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাবেক মহাসচিব (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আলমগীর মজুমদার জোটের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। এ দুটি দল ছাড়া বিএনপি জোটত্যাগী দুই খণ্ডাংশ হলো ইসলামিক পার্টি (আ. রশিদ) ও ন্যাপ ভাসানী (শেখ আনওয়ারুল হক)। জোটের শরিক অন্য দলগুলো হচ্ছে মুসলিম লীগ (জোবাইদা), জাগদল (মালেক), লেবার পার্টি (সেকান্দার), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী), তৃণমূল ন্যাপ ভাসানী এবং ভাসানী ফ্রন্ট (মমতাজ চৌধুরী)।
Posted in: বিবিধ