৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল অসিরা
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ডি/এল পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের মাধ্যমে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল অসিরা।রবিবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।পরে বৃষ্টি আইনে অসিদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪৮ ওভারে ২৭৫ রান।
কিন্তু ৪৭.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেইলিরা।দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ডি কক ১০৭, বিহারডাইন ৬৩ ও রসৌ ৫১ রান করেছেন। এছাড়া রবিন পিটারসন ৪টি, মরনি মরকেল ২টি, কাইল অ্যাবোট ১টি ও পার্নেল ১টি করে উইকেট নিয়েছেন।অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ফিন্স ৭৬, ওয়াটসন ৮২ ও স্টিভেন স্মিথ ৬৭ রান করেছেন। এছাড়া কুমিন্স ৩টি, ফকনার ১টি, স্মিথ ১টি ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নিয়েছেন।রবিবারের ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইনটন ডি কক ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।