নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট। এদিকে তিনি গ্রেফতার না হলে বুধবার থেকে সারা দেশে লাগাতার হরতাল, অবরোধ কর্মসূচি ঘোষণা করতে পারে হেফাজতে ইসলাম। সোমবার বায়তুল মোকাররমের সামনে এক বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের নেতারা
।
এদিকে, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল্লামা নূর হোসেন কাসেমি সোমবার দুপুর ২টায় দলটির বিক্ষোভ চলাকালে ঘোষণা দেন, ‘আজকের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার থেকে হরতাল, অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’এর আগে দুপুর দেড়টার দিকে তারা দৈনিক বাংলার মোড় এলাকায় হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে দৈনিক বাংলার মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। রোববার রাতে কলকাতা থেকে ইন্ডিয়ান এয়ার লাইনসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লতিফ সিদ্দিকী। রাতেই হেফাজতের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে লাগাতার বিক্ষোভ, হরতাল এমনকি অবরোধের মত কর্মসূচী দেওয়া হবে।