দুই খানের বন্ধুত্ব!
বিনোদন ডেস্ক: সালমান এবং শাহরুখের সম্পর্কের টানাপুড়েনের খবর বলিউডের কারও অজানা নয়। কিন্তু সালমানের বোন অর্পিতার বিয়ের পর থেকে মনে হচ্ছে বেশ ভাল বন্ধুর মতো সময় কাটছে এ দুই জনের। এদিকে বলিউড কিং শাহরুখের দাবি কখনই কোনো সমস্যা ছিলনা এই দুই খানের মধ্যে। কয়েকদিন আগেও শাহরুখ এবং সালমান খানের কাছে ভারতীয় মিডিয়ার একটি কমন প্রশ্ন ছিল তাদের দুজনের মধ্যে সম্পর্ক
তারা দুজনও বিভিন্ন সময় বিভিন্নভাবে বিষয়টিকে এড়িয়ে গেছেন। এমনকি অর্পিতার বিয়েতে শাহরুখকের নিমন্ত্রণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু সবকিছু ভুলে সালমান এবং শাহরুখ এখন ভাল বন্ধু। তাদের এ বন্ধুত্বে খুশি হয়েছেন বলিউডের সবাই। তাদের ভক্তরাও অনেক খুশি দুই খানের বন্ধুত্বে।বর্তমানে তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করলে ভারতীয় মিডিয়াকে শাহরুখ বলেন, ‘আমরা বলিউডে কাজ করি এজন্য মাঝে মাঝে আমাদের অনেক ব্যাপার নিয়ে নানান গল্প তৈরি হয়। তারা আমাদের সম্পর্ককে যেভাবে উপস্থাপন করে আসলে আমাদের সম্পর্ক তেমন নয়। আমার আর সালমানের, আমাদের পরিবার এমনকি আমাদের পরিবারের ছেলেমেয়েদের সঙ্গেও সম্পর্ক আগে থেকেই আনেক ভালো। এখানে নতুন করে সম্পর্ক তৈরির কোনো ব্যাপার নেই’।