ঘুরে দাঁড়াবে জিম্বাবুয়ে!
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের কাছে রোববার ৬৮ রানের পরাজয়ের পর সফরকারী জিম্বাবুয়ে দলেরে অধিনায়ক এলটন চিগুম্বুরা জানালেন, ঢাকায় তৃতীয় ওয়ানডে ম্যাচে দাঁড়াবে ঘুরে তার দল।টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর চট্টগ্রামে প্রথম দুটি ওয়ানডেতে হেরেছে সফরকারীরা। তবে এখন ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। রোববার হারের পর এক সংবাদ সম্মেলনে দলের অধনায়ক চিগুম্বুরা এমনটি জানালেন সাংবাদিকদের।টেস্ট সিরিজে হারের পর প্রথম দুই ওয়ানডেতেও হেরেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে মুশফিক বাহিনী।সংবাদ সম্মেলনে চিগুম্বুরা জানান, রোববারের ম্যাচে তার রান আউটটাই আগামী ম্যাচের টার্নিং পয়েন্ট।সফরকারী দলের অধিনায়ক মনে করছেন, চট্টগ্রামের দিত্বীয় ম্যাচেও জয়ের সম্ভাবনা ছিল তাদের।তিনি জানান, তবে বাকি তিন ম্যাচে পরিবর্তন আনতে চান তিনি। সিরিজ জয়ের আশা এখনও রয়েছে তাদের।চিগুম্বুরা বলেন, একটা ম্যাচ সিরিজটিও পাল্টে দিতে পারে। আমরা যদি পরের ম্যাচটি জিততে পারি তাহলে বাংলাদেশ প্রেসারে পড়ে যাবে।আগামী ২৬ নভেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ঢাকায় হবে । পরের দুই ম্যাচ হবে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর। সিরিজ জয় করতে হলে এখন এই তিনটি ম্যাচই জয় করতে চিগুম্বুরার দলকে।