অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদকঃ আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে প্রধানমস্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে
রবিবার দেশে ফেরার পর থেকে লতিফ সিদ্দিকীর কোনো হদিস নেই। এদিকে, লতিফ সিদ্দিকী গ্রেপ্তার না হওয়ায় মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্টী হরতালসহ নানা ধরনের কর্মসূচি দিয়েছে।
জাতীয় সংসদেও এ নিয়ে বিতর্ক হয়েছে। সংসদ চলাকালে সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি লাগে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেও স্পিকার মনে করেন- এ ধরণের অনুমতির প্রয়োজন নেই।
Posted in: জাতীয়