বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  দুই বছরেরও কম সময় দায়িত্বে থাকার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করবেন বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে বিবিসি এ তথ্য জানিয়েছে।
৬৮ বছর বয়সী সাবেক সিনেটর চাক হেগেল ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন। ২০১৩ সালে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আসেন। উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

hegel
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসের (আইএস) বিরুদ্ধে নীতি নির্ধারণে চাক হেগেল সমালোচিত হন বলে গত মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, পেন্টাগনে এখন নতুন নেতৃত্ব প্রয়োজন- এ বিশ্বাস থেকেই ওবামা এবং হেগেল পদত্যাগের বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেন। ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খুব শিগগিরই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
হেগেলের স্থলাভিষিক্ত যারা হতে পারেন, তাদের মধ্যে রয়েছেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক আন্ডারসেক্রেটারি মিশেল ফ্লাওয়ারনয় এবং সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার। এছাড়াও আরেকজন সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রোডে আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone