মানুষের পাশে দাঁড়ানোর অনন্য নজির সৃষ্টি করলেন বিবস্ত্র হকি দল
ডেস্ক রিপোর্ট : মানুষের পাশে দাঁড়ানোর অনন্য নজির সৃষ্টি করলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ। জলাতঙ্ক রোগ প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য নিজেদের লজ্জা পর্যন্ত বিসর্জন দিয়েছেন তারা। ব্রিটেনের নটিংহামশায়ারে অবস্থিত নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৈরি হকি ক্লাব তহবিল সংগ্রহের জন্য নিজেদের বিবস্ত্র করে মাঠে নামেন। এতে প্রচুর দর্শক সমাগম হয়
নগ্ন হয়ে খেলা এই ম্যাচের ধারণ করা ভিডিও ইউটিউবে ছাড়লে কয়েক দিনের মধ্যেই ২ লাখ ৭৫ হাজার মানুষ তা দেখে। অনলাইন তারকা হয়ে ওঠেন ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়রা। এদিকে খেলা শুরুর আগে ম্যাচে অংশ নেওয়া সবাই জলাতঙ্কবিরোধী স্লোগান লেখেন তাদের শরীরে। অবশ্য যতটুকু পেরেছেন, স্টিক দিয়ে তারা তাদের সংবেদনশীল অঙ্গ আড়াল করার চেষ্টা করেছেন। কিন্তু খেলা শুরু হওয়ার পর তা আর সম্ভব হয়নি। খেলায় অংশ নেওয়া ২২ বছর বয়সি পিয়ার্স ডেনিং জানিয়েছেন, আমরা যখন এ ধরনের ম্যাচ আয়োজনের কথা ভাবি, তখন খুব বিব্রত লাগছিল। কিন্তু সব প্রস্তুতি শেষে আমরা যখন মাঠে নামি, তখন লজ্জা যেন উড়ে গেল। তবে অনেক হেসেছি আমরা। দর্শকরাও হাসিতে ফেটে পড়েন।