স্বস্তি খুঁজে পাচ্ছেন না মাশরাফি
স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশ। তবুও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্বস্তি খুঁজে পাচ্ছেন না। মাশরাফি জানিয়েছেন, সিরিজ জয়ের পরই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। চট্টগ্রামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে বড় জয় পায় স্বাগতিক বাংলাদেশ।
বুধবার ঢাকায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে মঙ্গলবার দুপুরে অনুশীলনে নামছে বাংলাদেশ
বেলা পৌনে ৩টায় অনুশীলনে নামার কথা রয়েছে তাদের। এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে অনুশীলনে নামবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানী, শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।