পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন ড্যানিয়েল ভেট্টরি
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার পর আর সাদা পোশাকে মাঠে নামেননি এই অলরাউন্ডার।স্পিন বিভাগের শক্তি বাড়াতেই মূলত তাকে দলে যুক্ত করছেন নির্বাচকরা।
দুবাইয়ে তৃতীয় টেস্ট শুরু হবে বুধবার থেকে। সিরিজের প্রথম টেস্ট জিতেছে পাকিস্তান। দ্বিতীয়টি ড্র হয়েছে।ভেট্টরির দলে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে এরই মধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী ভেট্টরি। সব ঠিক থাকলে মাঠে নামবেন তিনি।ক্যারিয়ারে ১১২টি টেস্ট খেলেছেন ভেট্টরি। বল হাতে পেয়েছেন ৩৬০টি উইকেট। ইনজুরির জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ২০১৩ সালে আবারও ফিরেছেন ক্রিকেট যুদ্ধে।