হীরার সাবান দিয়ে গোসল লোপেজের
বিনোদন ডেস্কঃ জেনিফার লোপেজ হলেন হলিউডের ড্রিমগার্ল। ব্যক্তিত্ব, সৌন্দর্য আর হ্যাঁ অবশ্যই ত্বকের জন্য গোটা বিশ্বেই তিনি সমাদৃত। সেই জেনিফার লোপেজ কী দিয়ে গোসল করে জানেন! ত্বক তরতাজা রাখতে তিনি হীরার পাউডার দিয়ে তৈরি সাবানে গোসল করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেনিফার লোপেজ নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সৌন্দর্য চর্চায় বরাবরই আমি বেশ খুতখুতে। নিজেকে আকর্ষণীয় রাখতে চাই। সম্ভবত আমার ভক্তরাও তাই চায়। আর তাই আমি নিজেকে পরিচ্ছন্ন রাখতে হীরার পাউডার দিয়ে তৈরি এক ধরনের বিশেষ সাবান ব্যবহার করি। সাবানটি তৈরি হয় অস্ট্রেলিয়ায়।
জানা গেছে, লোপেজের ব্যবহৃত সাবানের ছোট একটি প্যাকেটের দাম বাংলাদেশি টাকায় ২৫ হাজার। আর এই হীরার পাউডার দিয়ে সাবান মেখেই জেনিফারের ত্বক মসৃণ হয়েছে বলে জানান তিনি। ৪৫ বছরের এই খ্যাতনামা গায়িকা-অভিনেত্রীর বয়স ধরে রাখতে বিশেষ সাহায্য করে এই সাবান। তার রূপচর্চা নিয়ে একটি ম্যাগাজিনে লেখা হয়, লোপেজ বর্তমানে নিজের পা নিয়ে বেশি সমস্যায় পড়েছেন। কিছু দিন হলো পায়ের মরা ত্বক ঘষে তুলতে হচ্ছে। বিশেষ সাবান সেক্ষেত্রে বেশ কাজে আসছে। পা আগের থেকে সুন্দর হয়েছে।