আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি!
স্পোর্টস ডেস্কঃ সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে স্প্যানিশ লা লিগার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। এটার রেশ কাটতে না কাটতেই আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া থেকে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন দলপতি। আজ দুর্বল অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে একটি গোলের দেখা পেলেই রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে জায়গা করে নিবেন মেসি।
ইতিমধ্যে এই কাতালান তারকা ৭১ গোল করে রাউলকে ছুঁয়ে ফেলেছেন। এখন কেবল একটি গোলের অপেক্ষা। সেটি হলেই তিনি ছাড়িয়ে যাবেন রিয়াল মাদ্রিদ ও শালকে জিরো ফোরের প্রাক্তন তারকা রাউল গঞ্জালেসকে।
এদিকে রাউল ও মেসির পেছনেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৭০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। বুধবার সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে রোনালদো জোড়া গোলের দেখা পেলে তিনিও ছাড়িয়ে যেতে পারবেন রাউলকে।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ পাঁচ গোলদাতা:
নাম ম্যাচ গোল
মেসি ৯০ ৭১
রাউল ১৪২ ৭১
ক্রিস্টিয়ানো ১০৭ ৭০
নিস্তেলরয় ৭৩ ৫৬
থিয়েরে অঁরি ১১২ ৫০