সার্ক শীর্ষ সম্মেলন শুরু
কাঠমান্ডু : নেপালে শুরু হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন। বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টায় দেশটির রাজধানী কাঠমান্ডুতে এ সম্মেলন শুরু হয়
সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।এদিকে সার্ককে ঘিরে নতুন রূপে সেজেছে কাঠমান্ডু। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার জালে ঢেকে ফেলা এই নগরীকে।উদ্বোধনী অনুষ্ঠানের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি নেপাল, আফগানিস্তান ও মালদ্বীপের প্রধানমন্ত্রীদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।