বাবা হলেন রীতেশ দেশমুখ!
বিনোদন ডেস্কঃ ইটস বববয়য়য়য়য়য়য়!!!!! এভাবেই নিজে বাবা হওয়ার আনন্দে টুইট করলেন বলিউডের কমিক রাজকুমার রীতেশ দেশমুখ।
গতকাল মঙ্গলবার ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রীতেশের পত্নী তথা বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা।
এই প্রথমবার বাবা-মা হলেন রীতেশ-জেনেলিয়া। রীতেশের বাবা হওয়ার খবরে অভিনন্দন দিলেন বলিউড সেলেবরা। সালমান খানও রীতেশকে অভিনন্দন জানালেন।২০১২ সালের ফেব্রুয়ারিতে নায়িকা জেনেলিয়া ডিসুজাকে বিয়ে করেন রীতেশ। দীর্ঘ নয়বছরের প্রেম আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিল সেই বিয়েতে।
Posted in: বিনোদন