আবারও জয় উপহার মেসির
স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার জয়ের প্রতীক হয়ে ওঠা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আবারও জয় উপহার দিলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ৪-০ গোলে এ্যাপোয়েলকে হারিয়েছে মেসির বার্সেলোনা।
চার ম্যাচের তিনটিতে জিতে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচে বার্সা অধিনায়ক লিওনেল মেসি হ্যাটট্রিক করেন।সেই সঙ্গে আর্জেন্টিনার এই তারকা রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে একক ভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন।
Posted in: খেলা