সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মেয়াদ বৃদ্ধি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের অবস্থান অনুমতিপত্রের (ইকামা) মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে এর মেয়াদ এক বছর। এটি বাড়িয়ে পাঁচ বছর করার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে গালফ নিউজের এক খবরে বলা হয়েছে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা সুনিদ্দিষ্টভাবে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি
।
দেশটিতে প্রায় ৯০ লাখ বিদেশি কর্মরত আছেন, এঁদের অধিকাংশই এশিয়ার। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবাসী শ্রমিকরা নির্দিষ্ট ফি প্রদান করে এক বছরের ইকামা পান। সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে ওই ইকামা নবায়ন করতে হয়। এখন ৫ বছর ইকামার মেয়াদ একসঙ্গে বৃদ্ধি করা হলে শ্রমিকরা ভালো কাজের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।