ব্যাটিংয়ে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্কঃ টসে হেরে ব্যাটিংয়ের উদ্বোধন করতে আসেন স্বাগতিক ওপেনার তামিম ইকবাল এবং আনামুল হক বিজয়। বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে ২-০তে এগিয়ে থেকে মাঠে নেমেছে টাইগাররা।টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।
এর আগে চট্রগ্রামে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল মাশরাফিরা। প্রথম ওয়ানডেতে ৮৭ রানে আর দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয় নিয়ে সাগরিকার মিশন শেষ করে টাইগাররা। আর এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।অন্যদিকে সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প দেখছে না জিম্বাবুয়ে। এর আগে দু’দলের তিন ম্যাচ সিরিজের টেস্টেও হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারিরা।বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম(উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মতুর্জা(অধিনায়ক), আরাফাত সানী, শফিউল ইসলাম ও রুবেল হোসন।জিম্বাবুয়ে দল: টিমসেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, ব্র্যান্ডন টেইলর, রেগিস চাকাভা(উইকেটকিপার), এলটন চিগুম্বুরা(অধিনায়ক), পিটার মুর, টিনাসে পানিয়াঙ্গারা, নেভিল মাদজিভা, সলোমন মিরে ও তাফাদজওয়ে কামুনগোজি।