বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিকালে হাসিনা-মোদি বৈঠক

বিকালে হাসিনা-মোদি বৈঠক 

নিজস্ব প্রতিবেদকঃ   নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হলো দুই দিনের সার্ক শীর্ষ সম্মেলন। বুধবার সকালে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সম্মেলনের উদ্বোধন করেন। অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক’।রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভাগৃহে (সিটি হল, ভ্রিকুটি মণ্ডপ) সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে এই সম্মেলন বসেছে। এর মাঝে বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে।সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই অঞ্চলের সব শীর্ষ নেতাই মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছেছেন।modi

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকেই বৈঠকে মিলিত হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বুধবার বিকাল সোয়া ৩টার দিকে হোটেল সলটিতে এ বৈঠক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।সূত্রমতে, এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।এছাড়া নেপাল ও ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও শেখ হাসিনা বৈঠক করতে পারেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সম্মেলনের সমাপনী দিন বৃহস্পতিবার সার্কভুক্ত অন্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে জানা গেছে।আগামী শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা রয়েছে।আজ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, সংযোগ স্থাপন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সদস্য দেশগুলোর সহযোগিতা ও ঐকমত্যের উপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য রাষ্ট্র ও সরকার প্রধানরা অবকাশের জন্য হেলিকপ্টারযোগে কাঠমান্ডু থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত নেপালের অন্যতম পর্যটনকেন্দ্র ধুলিখেলের দাওয়ারিকা রিসোর্ট যাবেন।সেখান থেকে ফিরে শীর্ষ নেতারা সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। অন্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের রাষ্ট্রপতি ড. রামবরন যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা নেপালের রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায়ও যোগ দেবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone