বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » স্থল সীমান্ত চুক্তি ইস্যুতে একমত তৃণমূলও

স্থল সীমান্ত চুক্তি ইস্যুতে একমত তৃণমূলও 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ   ছিটমহল হস্তান্তরের বিষয়ে ভারতের সংবিধান সংশোধন বিলের খসড়া তৈরিতে একমত হয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল মঙ্গলবার কমিটির এক বৈঠকে ঐকমত্যে পৌঁছেন তারা। জাতীয় স্বার্থে বিলটি পাস হওয়া জরুরি বলে অভিমত দিয়েছে কমিটি। তবে ছিটমহলবাসীদের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তা-ও দেখার কথা বলেছে কমিটি।ভারতের দৈনিক বর্তমান পত্রিকায় আজ বুধবার এ কথা প্রকাশ করা হয়েছে।momota

প্রতিবেদনে বলা হয়, বিলটি কেন্দ্রীয় সরকারে হলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তাদের মত নিয়ে যেন আইন কার্যকর করা হয় সে পরামর্শও দিয়েছে ওই সংসদীয় কমিটি। আগামী সপ্তাহেই রিপোর্ট পেশ করবেন কমিটির চেয়ারম্যান কংগ্রেসের শশী থারুর।বাংলাদেশ হোক আর ভারত হোক, দু’দেশের ছিটমহলবাসী, যারা র‌্যাডক্লিফের মানচিত্রের কারণে নাগরিক সুবিধা বঞ্চিত অবস্থায় বসবাস করছেন তাদের কথাই সবার আগে ভাবা উচিত, এ বিষয়টির ওপরই জোর আলোচনা হয়েছে কমিটির বৈঠকে।সেই মতো প্রয়োজনীয় সংশোধন এবং রাজ্যের মত নিয়েই পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়টি সর্বদা ঠিক করা উচিত বলে কমিটি তাদের রিপোর্টে উল্লেখ করে সরকারকে পরামর্শ দেবে। কমিটিতে তৃণমূলের সুগত বসু, মুমতাজ সংঘমিতার পাশাপাশি সিপিএমের মহম্মদ সেলিম রয়েছেন। তারা গতকালের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নিয়েই আইন প্রয়োগের বিষয়টিতে জোর দিয়েছেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ছিটমহল নিয়ে তার সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে বাসিন্দাদের রাজি হতে হবে। দ্বিতীয়ত ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কেন্দ্র একা বসে নিজের মতো ঠিক করে নিয়ে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে চলবে না। রাজ্যের মত নিয়ে চলতে হবে। গতকালের বৈঠকে তৃণমূলের সুরেই কথা বলেছে সিপিএম।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone