শারজায় টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্কঃপাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান। আগের দুই ম্যাচে একটিতে জয় আর একটিতে ড্র করে ১-০ তে সিরিজের নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান।শেষ খবর অনুযায়ী, পাকিস্তানের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান। উইকেটে রয়েছেন মোহাম্মদ হাফিজ (৩০) এবং শান মাসুদ (১২)।এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।এদিকে নিউজিল্যান্ড দলে প্রায় দুই বছর পর ফিরেছেন অভিজ্ঞ স্পিনার ডেনিয়েল ভেট্টরি। স্পিন শক্তি বাড়াতেই মূলত তাকে দলে যুক্ত করছেন নির্বাচকরা।
পাকিস্তান দলঃমোহাম্মদ হাফিজ, শান মাসুদ, আজহার আলি, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ (উইকেট রক্ষক), ইয়াসির শাহ্, মোহাম্মদ তালহা, জুলফিকার বাবর, রাহাত আলি।নিউজিল্যান্ড দলঃ
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), টম লাথেম, কেন উইলিয়ামসন, রস টেইলর, কোরি এন্ডারসন, ড্যানিয়েল ভেট্টরি, বিজে ওয়েল্টিং, মার্ক ক্রেইগ, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।