৭০০ বিলিয়নের মাইলফলক অ্যাপলের
প্রযুক্তি ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেক জায়ান্ট অ্যাপল এক মাইলফলক তৈরি করেছে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য এখন দাঁড়িয়েছে ৭০০ বিলিয়ন ডলার।এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এক্সঅন মোবাইল কর্পোরেশন।
প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বিলিয়ন ডলার বেশি মূল্য অ্যাপলের। আইফোন সিক্স মুক্তির পর অ্যাপলের স্টক মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পায়।প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমের মতে, অ্যাপলের স্টক শেয়ার প্রতি ২০৩ ডলার বৃদ্ধি পেতে পারে বলে আশা করা যায়, যা ১ট্রিলিয়ন বাজার মূলধন হতে পারে।উল্লেখ্য, ২০১১ সালে স্টিব জবসের মৃত্যুর পর টিম কুক প্রতিষ্ঠানটির সিইও হিসাবে নিযুক্ত হন। এবং অ্যাপলের বাজার মূল্য মাত্র এক মাসে দ্বিগুণ বৃদ্ধি পায়।