চীনের খনির ভূগর্ভে আগুনঃ নিহত ২৪
ডেস্ক রিপোর্ট : চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং-এর একটি খনির ভূগর্ভে আগুন লাগায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৪ জন খনিশ্রমিক। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লিয়াওনিং ফাক্সিন কয়েল করপোরেশন খনিটি পরিচালনা করত।
দুর্ঘটনার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। কিন্তু কোম্পানিটি জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। বিশ্বে খনি দুর্ঘটনার মধ্যে চীন শীর্ষে। প্রতিবছর দেশটিতে শত শত মানুষ খনি দুর্ঘটনায় নিহত হন। যদিও দেশটি সম্প্রতি খনি দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নসহ বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
তথ্যসূত্র : আলজাজিরা।
Posted in: আর্ন্তজাতিক