লতিফ সিদ্দিকীকে নিয়ে লুকোচুরি খেলা জনতা মানবে না
নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি মো. সেলিম উদ্দিন বলেছেন, ক্ষমার অমার্জনীয় অপরাধ করার পরও আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর সরকার তাকে নিয়ে দুইদিন নাটক করেছে। লতিফ সিদ্দিকীকে শুধু গ্রেফতারের মাধ্যমেই এদেশের ধর্মপ্রাণ মানুষ শান্ত হবে না, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর সরকার যদি তাকে কারাগারে জামাই আদরে রেখে জনগণকে বোকা বানানোর চেষ্টা করে তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। তখন শুধু লতিফ সিদ্দিকীই নয় সরকারকেও এদেশের মানুষ ক্ষমা করবে না। কোনো লুকোচুরি খেলা তৌহিদী জনতা মানবে না।
বুধবার সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রমনা থানা আমির ড. রেজাউল করিম, জামায়াত নেতা অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, সালাউদ্দিন, নাজিম উদ্দিন মোল্লা, মেজবাউদ্দিন নাঈম, শিবির নেতা আনিসুর রহমান বিশ্বাস, তারিক হাসান প্রমুখ।