গাছের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা
অনলাইন ডেস্কঃ পেরুর অভিনেতা রিচার্ড টরেচ দ্বিতীয় বারের মতো গাছের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রোববার কলম্বিয়ার রাজধানীর বোগোটা ন্যাশনাল পার্কে এক অনুষ্ঠানে গাছের সাথে গিট বাঁধার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টরেচ
এ সময় রিচার্ডের স্ত্রী ও সেখানে উপস্থিত ছিলেন। মানুষকে পরিবেশের প্রতি সচেতন করে তুলতে এ ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ডেইলি মেইল।এ সময় টরেচ বলেন, তিনি আশা করেন মানুষ পরিবেশের প্রতি আরো সচেতন হয়ে উঠবে এবং মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যেয়ের বিষয় গুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করবে। এটা গাছের সাথে টরেচের দ্বিতীয় বিয়ে। এর আগে গত বছর টরেচ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এ অপর একটি গাছকে বিয়ে করেন।