বাংলাদেশের সংগ্রহ ১৬৭/৩
স্পোর্টস ডেস্কঃ ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ছয় মেরে রানের খাতা খুলে টাইগাররা। উদ্ধোধনী ব্যাটসম্যান তামিমের ব্যাট থেকে আসে ছক্কাটি। এরপর নিয়মিত বিরতিতে রানের চাকা ঘোরাতে থাকেন দুই ব্যাটসম্যান তামিম-এনামুল। আজও উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ করেছেন এই দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৪০ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। আগের ম্যাচেও রানআউট হয়েছিলেন তামিম। এরপর মুমিনুল ফিরে যান দ্রুত। তবে এনামুল এগিয়ে যাচ্ছিলেন সমান্তরালে। ৯৫ রানের মাথায় অবিবেচকের মতো উড়িয়ে মারতে যেয়ে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরেন ৫ রানের আক্ষেপ নিয়ে। এই প্রতিবেদন লেখার সময় ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৭ রান। খেলা হয়েছে ৩৫ ওভার।এর আগে টসে হেরে বাংলাদেশকে ব্যাটে পাঠায় সফরকারীরা।সিরিজের গুরুত্বপূর্ণ এই খেলায় বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে। পেসার আল আমিনের বদলে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। অন্যদিকে জিম্বাবুয়ে দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। জন নিয়াম্বু, তেনদাই চাতারা ও সিকান্দার রাজার বদলে নেভিল মাদজিভা, টিমিসেন মারুমা এবং অভিষিক্ত পিটার মুর একাদশভূক্ত হয়েছেন।জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের এ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মাশরাফি বাহিনী। সেক্ষেত্রে আজ তৃতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে স্কোয়াড: টিমিসেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, ব্রেন্ডন টেলর, রেজিস চাকাভা, এলটন চিগম্বুরা, পিটার মুর, তিনাশে পানিয়াঙ্গারা, নেভিল মাদজিভা, এস মায়ার ও টি কামুনগোজি।