মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই আজ ঢাকায় আসছেন
নিজস্ব প্রতিবেদকঃ মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন।পর্যবেক্ষক হিসেবে সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সরাসরি ঢাকায় আসবেন।ঢাকায় বিসওয়াল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিরোধীদলীয় নেতৃবৃন্দ, নাগরিক-সমাজ, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। তিনি গাজীপুরে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বিসওয়াল গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপপরবর্তী পদক্ষেপ এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলাপ করবেন।
আঞ্চলিক সফরের অংশ হিসেবে বিসওয়াল প্রথমে ভারত সফর করেছেন। এরপর তিনি নেপাল হয়ে বাংলাদেশে আসছেন। এই সফরের শেষভাগে তিনি উজবেকিস্তান যাবেন।
Posted in: জাতীয়