২০১৬ সালের আগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না থাইল্যান্ডে
ইন্টারন্যাশনাল ডেস্কঃ থাইল্যান্ডে ২০১৬ সালের আগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। দেশটির অর্থমন্ত্রী সোমনাই ফ্যাসি বিবিসিকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।ফ্যাসি জানান, তিনি দেশটির সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচার সঙ্গে সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলেছেন
।এর আগে প্রায়ুথ আগামী বছর নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছিলেন।ফ্যাসি বলেন, ‘আমার মনে হয়, এটা (নির্বাচন) দেড় বছর পর অনুষ্ঠিত হতে পারে।’দেশটিতে চলতি বছরের মে’তে ইংলাক সরকারের পতনের পর ক্ষমতা নেয় সেনাবাহিনী। নতুন এ ঘোষণা দেশটিতে সেনাশাসন আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিল।
Posted in: আর্ন্তজাতিক