বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বিদায় নিলেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেত্রী ডিভা সাবাহ

বিদায় নিলেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেত্রী ডিভা সাবাহ 

বিনোদন ডেস্কঃ  চলে গেলেন মধ্য প্রাচ্যের জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেত্রী ডিভা সাবাহ। দীর্ঘ ৬ দশকের পেশাজীবনের অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ৮৭ বছর বয়সের এই তারকা।

dibah

লেবানীজ মিডিয়া জানায়, গত বুধবার রাতে ডিভা তার নিজ বাসভবনে মারা যান। ডিভাকে আরববিশ্বের সংগীত জগতের জন্য আদর্শ মনে করা হত। ডিভা প্রথম জীবনে জিনাতে জারগিস আল ফিগাহিল নামে পরিচিত ছিলেন। তিনি তার সুদীর্ঘ পেশাজীবনে ৫০টির অধিক একক এ্যালবাম বের করেছেন এবং ৯৮টি চলচিত্রে অভিনয় করেন।তিনি প্রথম আরব সংগীতশিল্পী যিনি নিউিইয়র্ক অলিম্পিকে সংগীত পরিবেশন করেন। তিনি লেবাননের বাদাদাউন শহরে জন্ম গ্রহন করেন।ব্যক্তিগত জীবনে তিনি বহুবিবাহের অধিকার ছিলেন। তিনি ৯জনকে বিয়ে করে ছিলেন। ডিভা সাদা-কালো যুগে মিশরীয়, সিরিয়ান ও লেবানীজ সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone