ভারতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদকঃ ভারতে গোয়েন্দা সংস্থা এনআইএ’র সঙ্গে বৈঠক করতে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে। জঙ্গী প্রতিরোধে দুই দেশের মধ্যে এই সমন্বিত বৈঠক হতে যাচ্ছে।বৃহস্পতিবার বিকেল চারটায় জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে তাদের যাওয়ার কথা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনার পরে এনআইএ’র একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে
এ সময় তারা দুই দেশের জঙ্গী প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হয়। এনআইএ’র দেওয়া তথ্য অনুসারে ভারতে গ্রেফতার বাংলাদেশী জঙ্গী সাজিদের স্ত্রী ফাতেমাসহ আরো কয়েকজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুসারে ভারতে পলাতক বাংলাদেশের বেশ কিছু জঙ্গীর তথ্য উদ্ধারও করে গোয়েন্দা পুলিশ।উদ্ধারকৃত তথ্য এবং এনআইএ’র দেওয়া তথ্য সংগ্রহ করে ভারতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। উভয় দেশের তথ্য মিলিয়ে তারা জঙ্গী প্রতিরোধে নতুন কর্ম-পরিকল্পনা ও অভিযান পরিচালনা করবে বলেও জানা গেছে।প্রতিনিধি দলে আছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, সিআইডির আতিকুল ইসলাম। এছাড়াও এনএসআই, ডিজিএফআই ও এসবির সদস্যরাও এই প্রতিনিধি দলে আছেন।