মন্থর গতিতে লেনদেন
অর্থনৈতিক প্রতিবেদকঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ নভেম্বর শুরুতে লেনদেনে মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা
ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মা, ওয়েস্টার্ন মেরিন, কেয়া কসমেটিকস, খান ব্রাদার্স, আরএন স্পিনিং, লাফার্জ সুরমা, সাইফ পাওয়ারটেক ও গ্রামীণফোন।লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়ায়।স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।লেনদেন হয় মোট ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।