ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুতে শারজা টেস্ট স্থগিত
স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজায় পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা আপাতত স্থগিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) মিলে এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে এই দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে কখন ফের খেলা শুরু হবে। শারজার স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে এই ঘোষণা দেয় সংশ্লিষ্ট দুই বোর্ড।
Posted in: খেলা