কুমিল্লার উদ্দেশে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশে যোগ দিতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল সাড়ে ১০ টায় গুলশানের নিজ বাসভবন থেকে বেগম জিয়া কুমিল্লার উদ্দেশে রওনা হন। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুর ২ টায় কুমিল্লা সার্কিট হাউজে ও বিকাল ৩ টায় সমাবেশে উপস্থিত হবেন এবং ৫ টায় সমাবেশস্থল থেকে সার্কিট হাউজ হয়ে রাত ৭ টায় ঢাকার উদ্দেশে তিনি কুমিল্লা ছাড়বেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, অপহরণ, হত্যা ও গুম বন্ধের দাসিহ চলমান ইস্যুতে কুমিল্লা টাউন হল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী।