বিএমপি নিয়ে আবারো রাজনীতিতে ব্যারিস্টার নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি)নিয়ে আবারো রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় জোট নামে নতুন জোটেরও ঘোষণা দেন তিনি।
শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের চেম্বারে সংবাদ সম্মেলনে তার নতুন দল ও জোটের ঘোষণা দেন হুদা।এর আগে, বিএনপি থেকে বহিষ্কার হয়ে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন। পরে নিজের গড়া ওই দল থেকেও তাকে বহিষ্কার করা হয়।
Posted in: জাতীয়