বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও বেশ কয়েকটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর এক অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী এসব
কথা বলেনসরকার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উপাদন। কিন্তু আমরা এর চেয়ে বেশি করবো।এর আগে বিবিয়ানায় অতিরিক্ত তিনশ’মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন প্রকল্প, বিবিয়ান থেকে ধনুয়া গ্যাস পাইপ লাইনের উদ্বোধন এবং বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেন শেখ হাসিনা।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী গ্যাসক্ষেত্রের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এরপর পরে শেখ হাসিনা হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালসহ ২৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকাল তিনটার দিকে তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকায় ফিরবেন।