বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে ৩৫ বন্দির মৃত্যু

মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে ৩৫ বন্দির মৃত্যু 

 ইন্টারন্যাশনাল ডেস্কঃ   ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারের হাসপাতালে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে ৩৫ বন্দির মৃত্যু হয়েছে।এতে আরও একশ’ বন্দি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর বলে দেশটির ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির সংসদ সদস্য উইলিয়াম ওজেদা জানিয়েছেন।বারকুইসিমেতো জেলার ইউরিবানা কারাগারে এ ঘটনা ঘটে বলে শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে

। venuzuila

ওজদা জানান, ওই কারাগারে ইনসুলিন ও উচ্চ রক্তচাপের ওষুধসহ বাজেয়াপ্ত করা বিভিন্ন ওষুধ ছিল।এদিকে, কারাগারের প্রহরীরা বন্দিদের বিষপ্রয়োগ করেছেন বলে অভিযোগ করছেন স্বজনরা।দেশটির চিফ প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই মৃত্যুর ব্যাপারে কারাগারের পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে তারা।বৃহস্পতিবার প্রথম ১৩ জন বন্দির মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ।প্রসঙ্গত, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ভেনেজুয়েলায়। এত অপরাধ মোকাবেলায় দেশটির বিচার ব্যবস্থা রীতিমতো হিমশিম খায়।দেশটির অধিকাংশ কারাগারই পরিচালনা করে সশস্ত্র বন্দিরা। সেখানে নিরাপত্তা বাহিনীর নামেমাত্র নিয়ন্ত্রণ রয়েছে বলে ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি নামে এক সংগঠন জানিয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone