জয় দিয়ে অভিযান শুরু সানিয়া মির্জার
স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) জয় দিয়ে অভিযান শুরু করেছেন ভারতের তারকা সানিয়া মির্জা। প্রতিযোগিতার মিশ্র দ্বৈতে সানিয়া মির্জা-রোহান বোপানা জুটি হারিয়েছে ব্রুনো সোয়ারেস-ড্যানিয়েল হান্টুচোভা জুটিকে
এশিয়ান অ্যারেনায় দারুণ জয় পেয়েছে মির্জা-রোহান জুটি। তারা ২৬-১৬ গেমে জিতেছে ব্রুনো-হান্টুচোভা জুটির বিপক্ষে।এ ছাড়া প্রতিযোগিতার পুরুষ দ্বৈতে রোহান বোপানা-গায়েল মনফিলস জুটি ৬-২ গেমে হেরেছে টমাস বার্ডিচ-নাইক কাইগিরস জুটির কাছে। আর নারীদের এককে আনা ইভানোভিচ ৬-০ গেমে হারিয়েছেন ড্যানিয়েলা হান্টুচোভাকে।
Posted in: খেলা