বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » জয় দিয়ে অভিযান শুরু সানিয়া মির্জার

জয় দিয়ে অভিযান শুরু সানিয়া মির্জার 

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) জয় দিয়ে অভিযান শুরু করেছেন ভারতের তারকা সানিয়া মির্জা। প্রতিযোগিতার মিশ্র দ্বৈতে সানিয়া মির্জা-রোহান বোপানা জুটি হারিয়েছে ব্রুনো সোয়ারেস-ড্যানিয়েল হান্টুচোভা জুটিকে

sania

এশিয়ান অ্যারেনায় দারুণ জয় পেয়েছে মির্জা-রোহান জুটি। তারা ২৬-১৬ গেমে জিতেছে ব্রুনো-হান্টুচোভা জুটির বিপক্ষে।এ ছাড়া প্রতিযোগিতার পুরুষ দ্বৈতে রোহান বোপানা-গায়েল মনফিলস জুটি ৬-২ গেমে হেরেছে টমাস বার্ডিচ-নাইক কাইগিরস জুটির কাছে। আর নারীদের এককে আনা ইভানোভিচ ৬-০ গেমে হারিয়েছেন ড্যানিয়েলা হান্টুচোভাকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone