টানা ১৬ ম্যাচে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রিয়ালের
স্পোর্টস ডেস্ক : লা লিগার ম্যাচে এস্তোদিয়ো লা রোসালেদা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় স্বাগতিক মালাগার। স্প্যানিশ জায়ান্ট রিয়াল ২-১ গোলে মালাগাকে হারিয়ে টানা ১৬ ম্যাচে নিজেদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে
খেলার ১৮ মিনিটে করিম বেনজেমার গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর পর ৮৩ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন গ্যারেথ বেল। এদিকে খেলার প্রায় শেষ মুহূর্তে এসে মালাগার পক্ষে গোলের দেখা পান সান্তা ক্রুজ।
Posted in: খেলা