বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » প্রেমিকের কথা মনে করে কেঁদেছেন সেলেনা

প্রেমিকের কথা মনে করে কেঁদেছেন সেলেনা 

বিনোদন ডেস্কঃ  সংগীত তারকা জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমের সম্পর্কের বিষয়টি সবারই জানা। কিন্তু প্রায় দুই বছরের সেই সম্পর্ক ক’দিন আগেই ভেঙে গেছে। মূলত বিবারই এ সম্পর্কটা আর রাখতে চাচ্ছিলেন না
। selena

এই সময়ে একাধিক মডেলের সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতেও দেখা গেছে। কিন্তু বিষয়টি নিয়ে তেমন একটা মুখ খোলেননি সেলেনা গোমেজ। সবকিছু নীরবে দেখে গেছেন। যদিও টুইটার আপডেটের মধ্য দিয়ে নিয়মিতই তিনি নিজের মনের কথা ভাগ করেছেন সবার সঙ্গে। সেসব আপডেটের মাধ্যমে বোঝা যায় সেলেনা এখনও ভুলতে পারেননি বিবারকে।সম্প্রতি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের আবেগ সামলাতে পারেননি সেলেনা। এমনকি গান গেয়ে প্রেমিকের কথা মনে করে কেঁদেছেনও তিনি। এর মাধ্যমে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম করেন একাধিক সংগীত তারকা।টেইলর সুইফটের পরই স্টেজে ওঠেন সেলেনা। ‘দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’ গানটি দিয়ে নিজের পরিবেশনা শুরু করেন। বিরহের এই গানের সঙ্গে পারফরমও করেন তিনি। এ সময় তার চোখ ছলছল হয়ে ওঠে। সাদা পোশাকে তার এই পারফরমেন্সে মুগ্ধ ছিলেন দর্শক। তবে শেষ মুহূর্তে এসে কেঁদে ফেলেন তিনি।এরপর টেইলর সুইফট গিয়ে তাকে স্টেজ থেকে নিয়ে আসেন। তবে পরে সংবাদ মাধ্যমে বিবারের কথা মনে করে আবেগী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন সেলেনা।এ বিষয়ে তিনি বলেন, যখন স্টেজে উঠলাম গানটির সঙ্গে সঙ্গে আমি অতীতে চলে গিয়েছিলাম। মনে পড়ছিলো সুন্দর সময়গুলোর কথা। কিন্তু সেই সময় আর আসবে না। এখনও আমি তাকে অনুভব করি আগের মতো করেই। কিন্তু তার হৃদয় এখন উল্টোপথে চলছে। সেখান থেকে কখনও তাকে ফেরানো সম্ভব নয়। গানটির কথার সঙ্গে আমার বাস্তব জীবনটা মিলে যাওয়াতেই আবেগ সামলাতে পারিনি। ক্ষমা করবেন আমাকে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone