পৃথিবীর কোন শক্তি নির্ধারিত সময়ের আগে সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবেনা
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোন শক্তি নেই নির্ধারিত সময়ের একদিন আগে এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারে। বাংলাদেশের সেই অবস্থা এখন নেই।
সৈয়দ আশরাফ শনিবার খুলনার সার্কিট হাউস ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচনের দ্বিতীয় নৌকা যেন হারাতে না হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ বক্তব্য রাখেন
।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আশরাফুল ইসলাম। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সৈয়দ আশরাফ বলেন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ৫ জানুয়ারীর নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে না পারেন। মার্কিন উপ-সহকারী নিশা দেশাই বিসওয়ালের দিকে হাত পেতে বসে আছেন খালেদা জিয়া। নিশা দেশাই দুই দুই বার বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন। যতবারই সাক্ষাত করুন না কেন কোন লাভ হবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পর বেগম খালেদা জিয়া ভেবেছিলেন এবার বুঝি তিনি ক্ষমতায় চলে গেলেন। কিন্তু ও তার সেস্বপ্ন সফল হয়নি।
শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, মুক্তিযোদ্ধা নামধারী জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারা করা হয়েছিলো। জিয়ার আশ্রয় প্রশ্রয়ে বঙ্গবন্ধুর খুনীরা পুরস্কৃত হয়েছিলো।
একই স্থানে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তালুকদার আব্দুল খালেক সভাপতি এবং মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক পুননির্বাচিত হন।
উল্লেখ্য ২০০৪ সালের ১৪ জানুয়ারী খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তালুকদার আব্দুল খালেক সভাপতি এবং আলহাজ্ব মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০ বছর পরে শনিবার অনুষ্ঠিত সম্মেলনে আগের কমিটি বহাল থাকলো।