ওবামার মেয়েদের পোশাক নিচু শ্রেণির!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া ও সাশার গায়ের পোশাক নিয়ে রিপাবলিকান সংশ্লিষ্ট এক নারী মন্তব্য করায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
রিপাবলিকান আইনপ্রণেতা স্টিফেন ফিনচারের যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ লুটেন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, মেয়ে দুটির পোশাক দেখে মনে হচ্ছে, তারা নিচু শ্রেণির বলে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে।
’
হোয়াইট হাউসে একটি প্রদর্শনিতে বাবার সঙ্গে যোগ দেয় মালিয়া (১৬) ও সাশা (১৩)। এসময় তাদের পরা পোশাক নিয়ে এলিজাবেথ লুটেন ফেসবুকে মন্তব্য করেন। ওবামার মেয়েদের উদ্দেশে তিনি লেখেন, ‘তোমাদের পোশাক শ্রদ্ধার, বারের পরিচায়ক নয়।’
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এলিজাবেথ লুটেন। বিশেষ করে মার্কিন তরুণ-তরুণীরা এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। যদিও কিছু সময়ের মধ্যে ফেসবুক ওয়াল থেকে তার মন্তব্য প্রত্যাহার করে নেন লুটেন। পরে এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে, তা-ই দেখার বিষয়।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।