আদালত পরিবর্তনের আবেদন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদকঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ(চার্জ) গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা লিভ টু পিল(আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ দুটি মামলা পরিচালনাকারী বিচারিক আদালত পরিবর্তনের আবেদন করেছেন তার আইনজীবীরা।রবিবার বিচারপতি এবিএম মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দাখিল করা হয়।খালেদার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বলেন, ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কায় বিচারিক আদালত পরিবর্তনের আবেদন করা হয়। আজ সেই আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করা হয়েছে।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এ বিচারাধীন রয়েছে।