বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইবোলায় প্রায় ৭ হাজার লোকের মৃত্যু

ইবোলায় প্রায় ৭ হাজার লোকের মৃত্যু 

ইন্টারন্যাশনাল ডেস্কঃপশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭ হাজার লোক মারা গেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে।সংস্থাটি বলছে, পশ্চিম আফ্রিকার সিয়েরালিওন, গিনি ও লাইবেরিয়ায় মোট ১৬ হাজার ১৬৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছে

world

এদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৯২৮ জন।বুধবার সংস্থাটি ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ৬৭৪ বলে উল্লেখ করে। মাত্র দুদিনে এ সংখ্যা ১ হাজার ২০০ জনেরও বেশি বেড়ে যায়।তথ্য সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে সংস্থাটি এর আগে বলেছিল তাদের ধারণা ঘোষিত এ সংখ্যার চেয়ে মৃতের পরিমাণ আরো বেশি।উল্লেখ্য, ইবোলায় আক্রান্ত হয়ে লাইবেরিয়ায় সবচেয়ে বেশি লোক মারা গেছে। দেশটিতে ৭ হাজার ২৪৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৮১ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone